স্বামীর নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী!

বর্তমানে বেশিরভাগ মানুষ প্রবাসে গিয়ে থেকে বসবাস করা শুরু করে। এমনকি বছরের পর বছর পার হয়ে যায় তাদের নিজেদের পরিবারের সঙ্গে দেখা হয় না। এমনকি অনেকে প্রবাসে গিয়ে নিখোঁজ হয়ে যান। এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে মিলির জীবনে।

ছয় বছর ধরে মিলির জীবনে একটিই অপেক্ষা। স্বামী জাহিদের ফিরে আসা। প্রবাসে গিয়ে নিখোঁজ জাহিদ যেন সময়ের অন্ধকারে হারিয়ে গেছে। পরিবারের সবাই মেনে নিয়েছে, জাহিদ আর নেই। কিন্তু মিলি মানতে পারেনি। প্রতিটি ভোরে, প্রতিটি রাতের শেষে সে এখনও শুনতে চায়। জাহিদের ফিরে আসার পদধ্বনি। এই দীর্ঘ ছয় বছরে মিলির জীবনের একমাত্র ভরসা তাঁর মেয়ে টিয়া।

জন্মের আগেই বাবাকে হারানো টিয়া জানেই না জাহিদের কথা। ছোট চাচা শুভকেই সে বাবা বলে জানে, আর শুভও পিতৃস্নেহ দিয়ে বড় করছে টিয়াকে। কিন্তু সময়ের সঙ্গে মিলির বাবা চান মেয়েটি নতুন করে জীবন শুরু করুক। তিনি বোঝাতে থাকেন জাহিদের মাকে মিলির জীবন থেমে থাকা ঠিক নয়। অনেক তর্ক-বিতর্ক শেষে জাহিদের মা আবেগে এমন এক প্রস্তাব দেন, যা সবাইকে স্তব্ধ করে দেয়। মিলির বিয়ে হোক শুভর সঙ্গে!

সমস্যা হলো, শুভ তো ছোটবেলা থেকেই প্রতিশ্রুত ছিল চাচাতো বোন মিমির সঙ্গে। ফলে পরিবারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি ও অশান্তি। কিন্তু ছোট্ট টিয়ার ভবিষ্যতের কথা ভেবে শুভ ও মিলি শেষ পর্যন্ত রাজি হয় এই বিয়েতে। তবু তাদের সম্পর্ক শুধুই সামাজিক বাধ্যবাধকতা। শুভ কখনও ভাবেনি বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তাঁর সংসার হবে, আর মিলিও শুভকে সবসময় ছোট ভাইয়ের মতোই দেখেছে। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অপরকে মেনে নিত। যদি না ভাগ্য আবার অন্যরকম খেলা না খেলত।

বিয়ের মাত্র দুই দিন পরেই ফিরে আসে জাহিদ! ছয় বছর পর পরিবারের দরজায় দাঁড়ানো জাহিদকে দেখে সবাই নির্বাক। জাহিদের মা অপরাধবোধে কাঁপতে থাকেন, শুভ লজ্জায় চোখ তুলতে পারে না, আর মিলি শুধু কাঁদতে থাকে। চোখের জলেই ধুয়ে যায় ছয় বছরের সব অপেক্ষা, সব প্রার্থনা।

এই আবেগঘন গল্প নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’। রচনা ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। অভিনয়ে রয়েছেন অ্যালেন শুভ্র, মুনতাহা, নাদিয়া আহমেদ, মুকিত জাকারিয়া, মীম চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, ফারুক আহমেদ ও শারমিন শর্মী প্রমুখ।
নাটকটি আজ থেকে প্রচার শুরু হচ্ছে আরটিভি-তে, প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯টা ২০ মিনিটে।

Check Also

বাঁশঝাড় থেকে উদ্ধার হলো ৯ মোটরসাইকেল, ঘটনা কি?

পাবনার ঈশ্বরদীতে একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *