তনিকে বিয়ে করার কারণ জানালেন সিদ্দিক

ফের বিয়ে করেছেন নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসায় তার সমালোচনায় মেতেছেন অনেকে। আবার কেউ দাঁড়িয়েছেন পাশে। সমালোচনার মধ্যে তনিকে বিয়ে প্রসঙ্গে মুখে খুললেন তার তৃতীয় স্বামী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক পোস্টে তনির স্বামী সিদ্দিক লিখেছেন, গতকাল (সোমবার) আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী! তারপর থেকে দেখেছি আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বিষয় হয়ে উঠেছে। আমি সত্যিই সবার ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ, তবে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরতে চাই। অনেকেই এমন কিছু বিষয়ের ওপর ভিত্তি করে অনুমান এবং মতামত তৈরি করছেন যা তারা আসলে জানেন না।

কথার সূত্র ধরে সিদ্দিক আরো লেখেন, কেউ কেউ আমার অতীত, আমার প্রাক্তন স্ত্রী এবং বিশেষ করে আমার বাচ্চাদের কথাও তুলে ধরছেন, যারা নাবালক এবং তাদের কখনোই কোনো সোশ্যাল মিডিয়া আলোচনা বা ট্রোলিংয়ের অংশ হওয়া উচিত নয়। ২০১৯ সাল থেকে ৬ বছর হয়ে গেছে যখন আমার জীবন বদলে গেছে এবং আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।

এরপর তিনি যোগ করেন, আমার প্রাক্তন স্ত্রী অনেক আগেই চলে গেছেন এবং নিজের জীবনযাপন করছেন। আমার সন্তানরা সম্পূর্ণ নির্দোষ এবং তাদের গোপনীয়তা এবং শান্তি প্রাপ্য। দয়া করে বুঝুন।

প্রাপ্তবয়স্ক হিসেবে তারা আইনসিদ্ধভাবেই ভালোবাসার নতুন অধ্যায় শুরু করেছেন উল্লেখ করে তনির স্বামী লিখেছেন, আমি এবং আমার স্ত্রী দুজনই প্রাপ্তবয়স্ক। আমাদের একসঙ্গে একটি নতুন অধ্যায় শুরু করার সম্পূর্ণ অধিকার আছে। তনি নিজে একজন বিধবা, এবং আমরা কোনো আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করিনি। আমরা কেবল ভালোবাসা বেছে নিয়েছি। এটি এমন কিছু যা আমরা আশা করি অন্যরা সম্মান করবে।

সবশেষে তিনি লিখেছেন, আসুন আমরা দয়া এবং ইতিবাচকতার ওপর মনোযোগ দিই। যারা আমাদের সমর্থন করে চলেছেন এবং আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করেন তাদের সবাইকে ধন্যবাদ।

প্রসঙ্গত, তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।

ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী তনি। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

Check Also

আমরা দুজন একসাথে থাকবো, কিন্তু আমরা বিয়ে করবো না?

মানুষ হিসেবে আমরা কখনো একা বাস করতে পারিনা। সর্ম্পকের এই যে এত ভাঙ্গন, আমরা দেখতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *