শুরু হচ্ছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি, যেভাবে করবেন নিবন্ধন

দেশের ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় শুরু হওয়া এ কর্মসূচির প্রথম ১০ দিন স্কুলে স্কুলে গিয়ে টিকা দেওয়া হবে। তবে টিকা নিতে হলে আগে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন করতে হলে https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে জন্ম তারিখ ও ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর (সব তথ্য ইংরেজিতে) দিতে হবে। এরপর লিঙ্গ নির্বাচন, ক্যাপচা পূরণ করে পরবর্তী ধাপে যেতে হবে।

দ্বিতীয় ধাপে মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর (যদি থাকে) ও বর্তমান ঠিকানা দিতে হবে। তথ্য জমা দেওয়ার পর মোবাইলে একটি ওটিপি কোড যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

টিকাদান কেন্দ্র নির্বাচন

রেজিস্ট্রেশনের সময় টাইফয়েড নির্বাচন করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বা বহির্ভূত অপশন বেছে নিতে হবে। স্কুলভিত্তিক হলে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, শ্রেণি, থানা, ওয়ার্ড, জোন পূরণ করতে হবে এবং নির্ধারিত টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে। বহির্ভূত ক্ষেত্রে নিকটস্থ টিকাদান কেন্দ্র বেছে নিতে হবে।

ভ্যাকসিন কার্ড ও সার্টিফিকেট সংগ্রহ

রেজিস্ট্রেশন শেষে অনলাইনে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। নির্ধারিত দিনে এই কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে যেতে হবে। টিকা নেওয়ার পর অনলাইনে সার্টিফিকেট পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।

জেনে রাখুন

টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন ১ আগস্ট থেকে শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।
রেজিস্ট্রেশন ছাড়া টিকা নেওয়া যাবে না।
রেজিস্ট্রেশনের জন্য জন্ম তারিখ, ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর, মা-বাবার মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য লাগবে।
রেজিস্ট্রেশন শেষে ভ্যাকসিন কার্ড প্রিন্ট করে টিকাদান কেন্দ্রে যেতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।