দেশের ক্রিকেট উন্নয়নে ঐতিহাসিক সিদ্ধান্ত বিসিবির

অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটতে চলেছে। প্রশংসনীয় এক পদক্ষেপে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে আর্থিক সুযোগ-সুবিধায় পিছিয়ে থাকা নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটলো।

সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন, বেতন, ম্যাচ ফিসহ আর্থিক সুযোগ-সুবিধায় অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। মেয়েদের ক্রিকেটে ছেলেদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হয় না বলেও অভিযোগ করেছিলেন তিনি। তার এই যৌক্তিক দাবির পরপরই এলো এই ইতিবাচক সিদ্ধান্ত।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখন থেকে দ্বিপক্ষীয় সিরিজের সফরে ছেলেরা যে হারে ভাতা পান, মেয়েরাও ঠিক একই হারে পাবেন। এতদিন পুরুষ ক্রিকেটাররা দৈনিক ১১৫ ডলার (ভাতা ৭৫ ডলার + ট্যুর ফি ৪০ ডলার) পেলেও, মেয়েরা পেতেন মাত্র ৭৫ ডলার। নতুন এই সিদ্ধান্তে সেই বৈষম্য আর থাকছে না।

নারী বিভাগ সূত্রে জানা গেছে, বিসিবির সর্বশেষ বোর্ড সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের বিশেষ উদ্যোগে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। এই পদক্ষেপ নারী ক্রিকেটকে নিঃসন্দেহে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Check Also

মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁ’স’

আলোচনায় থাকা মুস্তাফিজুর রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’ করল ভারতের গণমাধ্যম। তারকা এই ক্রিকেটারকে আইপিএল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *