ভোটারদের পছন্দের তালিকায় কোন দল শীর্ষে? নতুন জরিপে বেরিয়ে এলো অবিশ্বাস্য ফলাফল!

দেশের ভোটারদের সাম্প্রতিক মনোভাব নিয়ে পরিচালিত এক জরিপে উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনের নতুন চিত্র। ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বিএনপি, রংপুরে শীর্ষে জামায়াতে ইসলামী, আর বরিশালে এগিয়ে আওয়ামী লীগ। এই জরিপটি পরিচালনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিং। জরিপটির শিরোনাম ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব–তৃতীয় খণ্ড’।

গত সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় জরিপের ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গবেষকরা। আলোচনায় মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।

জরিপের ফল অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে। ময়মনসিংহে বিএনপি ৪৫ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৫ দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ ১৭ দশমিক ৩ শতাংশ ও এনসিপি ৪ দশমিক ৭ শতাংশ ভোটার সমর্থন পেয়েছে। সিলেটে বিএনপি ৪৪ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৯ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৪ শতাংশ; রাজশাহীতে বিএনপি ৪৪ দশমিক ৪ শতাংশ, জামায়াত ৪০ দশমিক ৯ শতাংশ, আওয়ামী লীগ ৯ দশমিক ২ শতাংশ; খুলনায় বিএনপি ৪৩ দশমিক ৩ শতাংশ, জামায়াত ৩০ দশমিক ১ শতাংশ, আওয়ামী লীগ ১৮ দশমিক ৩ শতাংশ; ঢাকায় বিএনপি ৪০ দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ ২৫ দশমিক ৮ শতাংশ এবং জামায়াত ২৪ দশমিক ৩ শতাংশ; চট্টগ্রামে বিএনপি ৪১ দশমিক ৯ শতাংশ, জামায়াত ২৭ দশমিক ৬ শতাংশ ও আওয়ামী লীগ ১৭ দশমিক ১ শতাংশ সমর্থন পেয়েছে।

অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত এগিয়ে রয়েছে ৪৩ দশমিক ৪ শতাংশ সমর্থন নিয়ে, যেখানে বিএনপি ৩৬ দশমিক ৭ শতাংশ ও আওয়ামী লীগ ১২ দশমিক ৫ শতাংশ সমর্থন পেয়েছে। বরিশাল বিভাগে আওয়ামী লীগ ৩১ দশমিক ৯ শতাংশ ভোটার সমর্থন নিয়ে শীর্ষে, বিএনপি ২৮ দশমিক ৭ শতাংশ এবং জামায়াত ২৯ দশমিক ১ শতাংশ সমর্থনে কাছাকাছি অবস্থানে রয়েছে।

সার্বিকভাবে ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ স্থানে রয়েছে। ইনোভিশনের তথ্যমতে, জরিপটি পরিচালিত হয় দেশের ৬৪ জেলার মোট ১০ হাজার ৪১৩ জন নাগরিকের মধ্যে। অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ গ্রামীণ ও ৩০ দশমিক ৫ শতাংশ শহুরে। পুরুষ ৫৪ দশমিক ২ শতাংশ, নারী ৪৫ দশমিক ৪ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ শূন্য দশমিক ৪ শতাংশ।

বয়সভিত্তিকভাবে জেন জি (১৮–২৮ বছর) ৩৭ দশমিক ৬ শতাংশ, মিলেনিয়াল (২৯–৪৪ বছর) ৩৩ দশমিক ৪ শতাংশ, জেন এক্স (৪৫–৬০ বছর) ১৯ দশমিক ৮ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ভোটার ১ দশমিক ৩ শতাংশ। এলাকা অনুযায়ী ঢাকা বিভাগে ২৫ দশমিক ৬ শতাংশ, চট্টগ্রামে ২০ শতাংশ, রাজশাহীতে ১৫ শতাংশ, খুলনায় ১১ দশমিক ২ শতাংশ, রংপুরে ১১ শতাংশ, ময়মনসিংহে ৯ দশমিক ৫ শতাংশ, বরিশালে ৬ দশমিক ২ শতাংশ এবং সিলেটে ৫ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণ রয়েছে।

‘পিপলস ইলেকশন পালস সার্ভে’র দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ করা হয় ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম খণ্ডে আলোচিত হয় নির্বাচনের সময়কাল, পরিবেশ ও অন্তর্বর্তী সরকারের কার্যসম্পাদন সম্পর্কিত বিষয়। দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত ছিল ভোটারদের দলীয় পছন্দ, অনুমোদন, ভোটের সিদ্ধান্ত, ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা। ইনোভিশন কনসালটিংয়ের এই জরিপে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।

বিশ্লেষকদের মতে, এই জরিপের ফলাফল দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন ইঙ্গিত দিচ্ছে।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *