পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ৩ ক্রিকেটার নিহত

পাকিস্তানের হামলায় একাধিক স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষে দেশটির মাটিতে প্রথমবারের মতো আয়োজিত ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের খেলার কথা ছিল। কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে তা আর হচ্ছে না।

শুক্রবার (১৭ অক্টোবর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানিয়েছে, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলায় চালায়।

এদিকে শুক্রবার রাতে খেলাভিত্তিক টিভি চ্যানেল ইএসপিএন জানিয়েছে, আগামী মাসে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এই টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি এবং লাহোরে ম্যাচগুলো হওয়ার পরিকল্পনা ছিল।

সামাজিকমাধ্যম এক্সে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলায় চালায়। এতে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানী শারানায় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাক হামলায় প্রাণ হারান।

আফগান বোর্ড আরও জানায়, ৩ ক্রিকেটারের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

খেলাভিত্তিক টিভি চ্যানেল ইএসপিএনের প্রতিবদেন বলা হয়, গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এখন পর্যন্ত সীমান্তে সংঘর্ষ ও আফগানিস্তানর বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিমান হামলায় কয়েক শ মানুষের মৃত্যু হয়েছে।

Check Also

মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁ’স’

আলোচনায় থাকা মুস্তাফিজুর রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’ করল ভারতের গণমাধ্যম। তারকা এই ক্রিকেটারকে আইপিএল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *