সরকার জুলাই যোদ্ধাদের সঙ্গে যা করেছে, তা লজ্জার: জামায়াত আমির

জুলাইযোদ্ধাদের যথাযথ সম্মান দিতে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার জুলাইযোদ্ধাদের সঙ্গে সুবিচার করতে ব্যর্থ হয়েছে। দাবি আদায়ে তাদের আবারও রাজপথে নামতে হচ্ছে। সরকার তাদের সঙ্গে কী ধরনের আচরণ করেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে যা শোনা যাচ্ছে তা লজ্জার, বেদনার।

আজ শুক্রবার রাজধানীর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে ঢাকা-১৫ আসনের শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে জামায়াত আমির সরকারের উদ্দেশে বলেন, এ বিষয়ে টালবাহানা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের এক হাজার শহীদের তালিকা আমাদের হাতে আছে। তাদের ৬০ শতাংশই শ্রমিক। দেশ ও জাতির ক্রান্তিকালে শ্রমিক সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় শ্রমিকদের যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে হবে।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের পতনের পর জনগণের মধ্যে যে আশাবাদের সৃষ্টি হয়েছিল, তা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। দুর্নীতি ও অনিয়ম রয়ে গেছে। সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *