৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য
পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক রাসেল খান।

রাজধানীর মিরপুরে আমির হোসেন নামে এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক রাসেল খান। তিনি ৩ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে ওই ব্যবসায়ীকে হত্যা করার পরিকল্পনা করেন।

রোববার (১৯ অক্টোবর) বিকালে রাসেল খান ও এক ভাড়াটে খুনির কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

যুগান্তরের হাতে আসা ৬ মিনিট ২৪ সেকেন্ডের একটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ডে শোনা যায়, রাসেল খান নামের ওই নেতা এক ভাড়াটে খুনিকে ৩ লাখ টাকার চুক্তিতে আমির নামে এক ব্যক্তিকে হত্যার নির্দেশ দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর-১১ নম্বরের মোহাম্মদিয়া মার্কেটের ব্যবসায়ী ও মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেনের সঙ্গে মার্কেট উন্নয়ন প্রকল্পকে ঘিরে রাসেল খানের বিরোধ চলছিল। মার্কেটটিকে বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের জেরে এ হত্যার পরিকল্পনা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাসেল খান বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার। ওই অডিওতে যে কণ্ঠ শোনা গেছে, সেটা আমার নয়। আমার নাম্বার ব্যবহার করে আমার ছবি লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান যুগান্তরকে বলেন, অডিওটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

শীতের তীব্রতা কমছেই না। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *