ফেনীতে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলা, আহত ২০

ফেনীতে জামায়াতে ইসলামীর মহিলা শাখার উঠান বৈঠকে হামলা চালিয়েছে বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবক ও ওলামা দলের নেতাকর্মীরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার সন্ধায় জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এ হামলার ঘটনাটি ঘটে।

এ নিয়ে রাতে স্থানীয় আল আমিন মার্কেটের সামনে সমঝোতা করতে গিয়ে দলটির ইউনিয়ন আমির মাওলানা আবুল বশরসহ দলটির অন্তত ২০ জন কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন ও সভাপতি মীর সবুজকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা আটক করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, এলাকার যুবদল নেতা কামরুল ইসলাম ভূইয়া এর আগেই নিজের ফেসবুক লাইভে এসে জামায়াতে নারী সমর্থক ও তাঁদের কুরআন তালীম প্রোগ্রাম প্রতিহতের ঘোষণা দেন।

জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম দৈনিক আমার দেশকে জানান, তাঁদের দলের আহতদের মধ্যে ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান দৈনিক আমার দেশকে বলেন,দুইদলের মধ্যে ঝামেলা ও পরবর্তীতে সমোঝোতার বিষয়টি তিনি শুনেছেন।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটকের বিষয়টি তিনি অবগত নয়।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *