ফুল নিয়ে ৩২ নম্বরে রিকশাচালক, বললেন—হাসিনাকে ফেরাতে আসিনি, বঙ্গবন্ধুকে ভালোবাসি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয়েছেন এক রিকশাচালক। একটি ফুলের তোড়া নিয়ে রিকশা চালিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে আসেন তিনি। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এসে বাধার মুখে পড়েন আজিজুর রহমান নামের এই রিকশাচালক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

গণমাধ্যমে আজিজুর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।’

আজিজুর রহমানের আনা ফুলের তোড়ায় লেখা ছিল, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসাবে বঙ্গবন্ধুকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।
তিনি জানান, তার বাড়ি ঝিনাইদহ সদর থানার ঘোড়াশা ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে।

Check Also

শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

শীতের তীব্রতা কমছেই না। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *