হাত-পায়ে যে ৫ লক্ষণ দেখলেই বুঝবেন লিভারে সমস্যা

লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত পরিশোধন, পুষ্টি সঞ্চয় এবং টক্সিন দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে লিভারের সমস্যার প্রাথমিক লক্ষণ অনেক সময় চোখে পড়লেও আমরা তা গুরুত্ব দিই না। চিকিৎসকদের মতে, হাত ও পায়ের কিছু পরিবর্তন লিভারের অসুস্থতার ইঙ্গিত দিতে পারে। সময়মতো সতর্ক না হলে এসব সমস্যা গুরুতর রোগে রূপ নিতে পারে।

১. হাত-পা ফুলে যাওয়া:

লিভারের রোগে শরীরে প্রোটিনের মাত্রা কমে যায় এবং রক্তনালীর চাপ বেড়ে যায়, ফলে হাতে ও পায়ে পানি জমে ফুলে যেতে পারে। বিশেষ করে গোড়ালি ও পায়ের পাতায় এই ফোলা স্পষ্ট হয়।

২. হাতের তালু লাল হয়ে যাওয়া:

লিভারের সমস্যায় রক্তপ্রবাহ ও হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসে। এর ফলে হাতের তালু অস্বাভাবিকভাবে লাল হয়ে যেতে পারে, যাকে চিকিৎসাবিজ্ঞানে palmar erythema বলা হয়।

৩. ত্বকে চুলকানি:

লিভারের রোগে পিত্তরস (bile) সঠিকভাবে বের হতে না পারলে তা রক্তে মিশে ত্বকে চুলকানি তৈরি করে। এই চুলকানি হাত ও পায়ে বেশি অনুভূত হয় এবং রাতে তীব্র হতে পারে।

৪. নখ ভঙ্গুর বা সাদা দাগ পড়া:

লিভারের অসুস্থতায় শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দেয়, যা নখে প্রভাব ফেলে। নখ ভঙ্গুর হয়ে যাওয়া বা সাদা দাগ পড়া লিভারের দীর্ঘমেয়াদি সমস্যার একটি সংকেত হতে পারে।

৫. হাত-পায়ে সহজে ক্ষত বা কালশিটে পড়া:

লিভার রক্ত জমাট বাঁধতে সহায়ক প্রোটিন তৈরি করে। লিভারের সমস্যা হলে এই প্রোটিনের ঘাটতি হয়, ফলে হাতে-পায়ে সামান্য আঘাতেই ক্ষত বা কালশিটে দাগ দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। রক্ত পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্যানের মাধ্যমে লিভারের সঠিক অবস্থা জানা সম্ভব এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করলে জটিলতা অনেকাংশে এড়ানো যায়।

Check Also

৩৮ বছর শিক্ষকতার পর লেবু বিক্রি করে সংসার চালাচ্ছেন আব্দুল লতিফ

৩৮ বছর শিক্ষকতা করার পর লেবু বিক্রি করে সংসার চালাচ্ছেন আব্দুল লতিফ। ভাগ্যের নির্মম পরিহাসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *