বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১ কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। পরিবারগুলোর দীর্ঘদিনের পরিকল্পনা ছিল সন্তান ও পরিজন নিয়ে হাওরের স্বচ্ছ জলরাশির বুকে হাউস বোটে ঘুরে বেড়াবেন। সাঁতার কাটবেন করচ গাছের নিচে। পরিকল্পনা অনুযায়ী ১১ কর্মকর্তার পরিবারের ৪১ সদস্য সুনামগঞ্জের উদ্দেশে রওনা হন। কিন্তু এই আনন্দযাত্রার সমাপ্তি ঘটে অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডির মধ্য দিয়ে।
তাদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা সেঁজুতি ট্রাভেলসের বাসটি শুক্রবার ভোরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে খাদে পড়ে যায়। বাস থেকে ছিটকে পড়ে বাসের নিচে পড়ে প্রাণ যায় বিসিআইসি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মঞ্জুরা আক্তার (৩৭) ও মেয়ে আয়শা সিদ্দিকার (১০)। ভোরের আলো ফুটলেও চিরতরে নিভে যায় মা-মেয়ের জীবন প্রদীপ। আনন্দ ভ্রমণ নিমিষেই পরিণত হয় বিষাদে।
আব্দুল্লাহ আল মামুন কান্নাজড়িত কণ্ঠে জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দিই। সিলেটের একটি জায়গায় থেমে আমরা ফজরের নামাজ আদায় করেছি। চালককে আমরা বিশ্রাম নেওয়ার সুযোগও দিয়েছিলাম। এক সময় আমাদের মনে হয় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়েছেন। ছেলেকে উদ্ধার করলেও মেয়ে ও স্ত্রীকে খুঁজে পাচ্ছিলাম না। পরে বাসের নিচে পাশাপাশি অবস্থায় তাদের দুজনকে পাওয়া যায়। আমি দেখেছি, আমার স্ত্রী মেয়েকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছেন। তাঁর কাছ থেকে দূরে সরে যাননি। শেষমেশ নিজেও বাঁচলেন না, মেয়েকেও বাঁচাতে পারলেন না। আমার ১৫ বছরের আরেকটি ছেলে আছে। আমাদের গোছানো পরিবার ছিল। সব শেষ হয়ে গেল। আমার বেঁচে থাকা এখন অর্থহীন। আমি এখন কী নিয়ে বাঁচব! তাঁর কান্নায় প্রত্যক্ষদর্শীদের অনেকের চোখ ভিজে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীদের মাঝে ১৫-২০ জন নারী যাত্রী ছিলেন।
ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় ২ বাসযাত্রী নিহত
ফরিদপুরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান সাকিব (২৪) এবং পাবনার বেড়া উপজেলার বনগ্রাম এলাকার জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।
রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কলাপট্টি এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ইকবালের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামে।
অসুস্থ মাকে দেখা হলো না ছেলের
অসুস্থ মাকে দেখতে গতকাল ময়মনসিংহের ভালুকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চর আলগী গ্রামের বাড়ি ফিরছিলেন ছেলে মো. এবাদুল হক (৫৫) ও তাঁর স্ত্রী সাজেদা খাতুন (৫০)। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ঈশ্বরগঞ্জে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তারা নিহত হন। আহত হয়েছেন তাদের নাতিসহ তিনজন। উপজেলার হরিপুর ব্যাপারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীতে বাসচাপায় নিহত ৩
গত বৃহস্পতিবার রাতে নরসিংদীর মাধবদীর রাইনাদি এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। তারা হলেন– মাধবদীর রাইনাদি এলাকার অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮) এবং অটোরিকশার যাত্রী সাব্বির (২৫) ও সিয়াম (২২)।
বাগেরহাটে বাসচাপায় ঠিকাদার নিহত
বাগেরহাটে গতকাল সকালে ফাল্গুনি পরিবহনের বাসচাপায় মো. শামীম তালুকদার (৩০) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাঁশখালীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট শিশু
চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় গতকাল ভোরে বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় মো. ফাহিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
চৌগাছায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুরে গতকাল সকালে বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার বাশাপোল কালিয়াকুণ্ডু গ্রামের ইমন হোসাইন (১৯) ও আশরাফুল ইসলাম (১৫)।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)
Bekar Barta