জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নেই: মনির কাসেমী

জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কাসেমী পরিষদের উদ্যোগে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

মনির হোসাইন কাসেমী বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকিট দেয়, কেউ কেউ আবার রোজা ও পূজা এক করে ফেলে। কেউ কেউ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে।

জামায়াতের কড়া সমালোচনা করে তিনি বলেন, পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও কিছু অসাধু ব্যবসায়ী নিচে বাটখারা রেখে ১ কেজির জায়গায় ৮০০ গ্রাম ফল দেয়। আমরা পাল্লাকে পছন্দ করি, কিন্তু ৮০০ গ্রামের পাল্লাকে সমর্থন করি না। আমরা ইসলামকে সাপোর্ট করি, ইসলাম আমাদের প্রাণের স্পন্দন, তবে সেই ইসলাম হতে হবে মদীনার ইসলাম—জামায়াতে ইসলামী নয়। ৮০০ গ্রামের জামায়াতে ইসলামকে আমরা পছন্দ করি না, তাদের ভোট দেওয়াও জায়েজ নয়।

জলাবদ্ধতা ও নাগরিক সমস্যার জন্য আগের সংসদ সদস্য শামীম ওসমানের ব্যর্থতাকে দায়ী করে মনির কাসেমী বলেন, আগের এমপি আমাদের ফতুল্লায় থাকতেন না, তাই সমস্যা সমাধানও করেননি। বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজ করেননি। অল্প বৃষ্টিতেই ফতুল্লা ডুবে যায়। আমি যদি জিততে পারি, তাহলে আগামী ৫ বছরে জলাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করবো, না পারলে এখানেই থাকবো।

তিনি আরও বলেন, যে আওয়ামী লীগের কর্মীরা চাঁদাবাজি, জবরদখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয়, তাদের গায়ে কোনো আঁচড় লাগতে দেবো না। তবে অপরাধী যদি হয়, সে যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব মুফতি বশির উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী এবং ফতুল্লা থানা সভাপতি মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ প্রমুখ।

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *