বিমান মাইলস্টোনে না পড়ে, সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত আবদুল্লাহ

সচিবালয়ে ‘গুন্ডামি, লালফিতা ও লেজুড়বৃত্তি’ চলছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, সম্প্রতি যে বিমানটি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছে, সেটি সচিবালয়ে পড়লে বেশি উপযুক্ত হতো।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কার্যালয়ে চলমান বিসিএসগুলোর অগ্রগতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সব জায়গায় গুন্ডামি চালাচ্ছে। জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছে আমলারা, কিন্তু চাকরি প্রার্থীদের নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। পিএসসি চায় আর্থিক ও কার্যকর স্বায়ত্তশাসন, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির মধ্যে কোনো সমন্বয় নেই। চাকরি প্রার্থীরা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটবুকের বাইরে।

তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ভাগ-বাটোয়ারা ও পোস্টিং-প্রমোশন নিয়েই ব্যস্ত। ৫ আগস্টের পর সবচেয়ে বেশি বেনিফিট পেয়ে থাকলে তা হলো আমলারা।

আমলাতান্ত্রিক জটিলতার সমালোচনা করে এনসিপি নেতা বলেন, সচিবালয়ে এখনো মধ্যযুগীয় চিন্তাভাবনা চলছে। ২০১ নম্বর রুম থেকে ২০২ নম্বর রুমে একটা চিঠি পাঠাতে গেলেও সেটা প্রথমে জিপিওতে যায়, পরে আবার ফিরে আসে। অথচ তারা একসঙ্গে বসে চা খায়, ব্যবসাও করে, কিন্তু অফিসিয়াল কাজের ক্ষেত্রে এই সনাতনী প্রক্রিয়া বজায় রাখে।

তিনি আরও বলেন, আমাদের প্রশাসনের পুরো চেহারা বদলাতে হবে। মাঝে মাঝে মনে হয়, মাইলস্টোনে যে বিমানটা পড়েছিল, সেটা যদি সচিবালয়ে পড়ত, তাহলে ভালো হতো।

সচিবালয়ের কিছু কর্মকর্তাকে পশ্চাৎপদ আখ্যা দিয়ে হাসনাত বলেন, একজন সচিব এখনো বাটন ফোন ব্যবহার করেন, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই যুগে এসে বাটন ফোন ব্যবহার করাকে অযোগ্যতা হিসেবেই দেখা উচিত।

রাজনীতিবিদদের দোষারোপ করে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনীতিবিদদের নোটবুকেও আমরা নেই। তারা শুধু নির্বাচন, আসন ভাগাভাগি আর মন্ত্রণালয় ভাগাভাগি নিয়েই ব্যস্ত। চাকরি প্রার্থীদের নিয়ে কেউ ভাবেন না। কোনো আন্দোলন হলে তখনই তারা মাঠে নামেন, যাতে তাদের পোর্টফোলিও ভারী হয়।

এর আগে এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল চলমান বিসিএসগুলোর অগ্রগতি নিয়ে পিএসসির সঙ্গে বৈঠক করে। দলের পক্ষ থেকে পিএসসির কাছে ১৫ দফা প্রস্তাবনা পেশ করা হয়। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *