ধর্ম নিয়ে মন্তব্য পছন্দ হয়নি, শীর্ষ প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবে ফাতিহার ‘না’

দেশের স্বনামধন্য একটি সংস্থার অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব পেয়েছিলেন শিশু, মানবাধিকার ও জলবায়ুকর্মী ফাতিহা আয়াত। কিন্তু ধর্ম নিয়ে প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় ব্যক্তির মন্তব্য পছন্দ হয়নি তার। এজন্য ফিরিয়ে দিয়েছেন আকর্ষণীয় সেই প্রস্তাব। আজ শনিবার (২৫ অক্টোবর) সংস্থাটির কার্যালয় থেকে ফেরার সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত পেজে এই অভিজ্ঞতা নিজেই শেয়ার করেছেন তিনি।

ফেসবুক পোস্টে ফাতিহা আয়াত লিখেছেন, ‘দেশের একটা স্বনামধন‍্য সংস্থার প্রধান কার্যালয় থেকে ফিরছি। অ‍্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিতে ইনভাইট করেছিল। প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় পদে যিনি বসে আছেন, কথা প্রসঙ্গে তিনি বললেন, Religion has nothing to do with divinity. It is all human invented (আধ্যাত্মিকতার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটি সম্পূর্ণ মানব সৃষ্ট)।’

তিনি লিখেছেন, ‘বাঙালি হয়েও ইরেজিতে যেহেতু বলিচ্ছে, ঠিকই বলিচ্ছে, নাকি? না, তিনি ঠিক বলেননি। তাই আলোচনা শেষে এমন প্রতিষ্ঠানের দূত হতে আমি বিনয়ের সাথে অপারগতা জানিয়ে আসি। কারণ এই অনীশ্বরবাদী দর্শনের প্রতিনিধিত্ব আমার পক্ষে সম্ভব নয়। সারা দেশে ছড়িয়ে থাকা শতশত ব্র্যাঞ্চ, ফ্র্যাঞ্চাইজি, সিস্টার কনসার্ন, বিজনেস কনগ্লোমারেটের এই মাদার অরগানাইজেশনটির জন‍্য আমার মনে এক গভীর করুণা নেমে এসেছে। তারা জানে না, ধর্মহীন জ্ঞানের আলো কেবল অন্ধকারকেই দীর্ঘায়িত করে।’

Check Also

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *