পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য!

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির (জেসিএসসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে একটি বই উপহার দেওয়ায় ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ: গ্রাফিতি অফ বাংলাদেশ’স নিউ ডন’ শীর্ষক এই বইটির প্রচ্ছদ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এ নিয়ে প্রতিবেদন করতে দেখা গেছে ডজনেরও অধিক ভারতীয় গণমাধ্যমকে।

গত বছরের জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বইটিতে মূলত শিক্ষার্থীদের আঁকা সেরা গ্রাফিতিগুলো সংগ্রহ করা হয়েছে। এই বইটি বাংলাদেশের তরুণদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রতিবাদের বহিঃপ্রকাশকে তুলে ধরে, যা সরকারবিরোধী প্রতিবাদ এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিবাদের একটি চিত্র তুলে ধরেছে। এই বই এর আগে প্রধান উপদেষ্টা বহু বিশিষ্ট বিদেশি অতিথিদের উপহার দিয়েছেন। তবে পাক জেনারেলকে এই বই উপহার দেওয়ায় ক্ষুব্দ হয়েছে ভারতীয়রা।

ভারতীয় নেটনাগরিকদের অভিযোগ, বইটির প্রচ্ছদে বাংলাদেশের যে গ্রাফিতি মানচিত্র ব্যবহার করা হয়েছে, তাতে বিকৃতি রয়েছে। এই মানচিত্রটিতে ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্য (‘সেভেন সিস্টার্স’), পশ্চিমবঙ্গ, মিয়ানমারের আরাকান রাজ্য এবং বিহার, ঝাড়খণ্ড ও ওডিশার কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

বইটির প্রচ্ছদে থাকা মানচিত্রটিকে ‘বৃহত্তর বাংলাদেশ’ ধারণার প্রতীক হিসেবে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম ও নেটাগরিকরা। ঐতিহাসিক উদ্ধৃতি হিসেবে ব্যবহার করা এই মানচিত্রটি নিয়ে এর আগেও ভারতের অপপ্রচার ও উদ্বেগ দেখা গেছে। গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রদর্শনীতে এটি দেখানো হলে ভারতের সংসদেও এ নিয়ে অযাচিতভাবে উদ্বেগ জানানো হয় ‌

এর আগে এপ্রিলে চীন সফরের সময়ও ড. ইউনূস ভারতের প্রতি পরোক্ষভাবে কড়া মন্তব্য করেন। সে সময় তিনি বাংলাদেশকে “মহাসাগরের একমাত্র অভিভাবক” বলে উল্লেখ করেন এবং বলেন যে ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য স্থলবেষ্টিত দেশ হওয়ায় তাদের মহাসাগরে পৌঁছানোর কোনো উপায় নেই, যা নিয়ে ক্ষুব্ধ হয় ভারতীয়রা‌

পাকিস্তানের একজন সামরিক জেনারেলের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই ধরনের উপহার বিনিময় এবং তার বিষয়বস্তু নিয়ে ভারতীয় গণমাধ্যম ক্ষোভে ফেটে পড়ে।

ভারতের এই সময় তার শিরোনামে লিখেছে, ”বাংলাদেশের মানচিত্রে উত্তর-পূর্ব ভারত! পাকিস্তানি জেনারেলকে ইউনূসের উপহার, নয়াদিল্লিকে উস্কানি?”পত্রিকাটি উপশিরোনামে লিখেছে, “পাক জেনারেলকে এই বই উপহার দেওয়া শুধুমাত্র কূটনৈতিক শিষ্ঠাচার নয় বলেই মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।”

এই সময় আরো লিখেছে, “এক সূত্র জানিয়েছে, এই পদক্ষেপ ঢাকা ও ইসলামাবাদের সামরিক শক্তির গোপনে হাত মেলানোর ইঙ্গিত। এর মধ্য দিয়ে ভারতের উপরে একটা মানসিক চাপ তৈরির চেষ্টা বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।”

এবিপি আনন্দ তাদের শিরোনামে লিখেছে, “ভারতের উত্তর-পূর্ব নিয়ে বিতর্কিত ম্যাপ, পাকিস্তানের জেনারেলকে উপহার ইউনূসের ; কী ফন্দি আঁটছে ২ দেশ ?”

দ্য ওয়াল লিখেছে, “ভারতের ৭ রাজ্য বাংলাদেশের মানচিত্রে, পাক-প্রীতি দেখাতে কট্টর ইসলামিদের স্বপ্ন ইউনুসের চোখে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস ফের একবার পড়শি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে দাগ লাগানোর চেষ্টা করলেন।”

নিউজ ১৮ লিখেছে, “কোন চাল চালছে বাংলাদেশ? কেন টার্গেট করছে নর্থ-ইস্টকে…পাকিস্তান-চিন, পিছনে আছে গভীর আর পুরনো ষড়যন্ত্র এবং কারণ।”

সুত্রঃ ইনকিলাব

Check Also

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *