গণভোটে ‘না’ জিতলে কী হবে, জানালেন আলী রীয়াজ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে। তবে এই গণভোটের ফল যদিও সংস্কারের বিপক্ষে যায়? অর্থাৎ, গণভোটে যদি ‘না’ জয়ী হয়, তাহলে কি হবে। এক্ষেত্রে জনগণের উপর আস্থা রাখার কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণভোটে পাস না হলে গণভোট পাস হবে না। তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে।’

লাতিন আমেরিকার দেশ চিলিতে সংবিধান নিয়ে দুইবার গণভোট ব্যর্থ হওয়ার উদাহরণ টেনে রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বলেন, ‘প্রথমবার চিলিতে একটা সংবিধান তৈরি করে দেওয়া হল গণভোটে, সেটা হারল। কেউ কেউ বললেন, এটা অনেক বেশি দক্ষিণপন্থি হয়ে উঠেছিল অথবা বামপন্থি হয়ে উঠেছিল।’

‘তারপর আবার এটা সংশোধন-সংযোজন করা হয়, করে আবার গণভোটে দেওয়া হয়েছিল। আবারও ফেল করেছে। পাস না করলে তার মানে হচ্ছে যে, জনগণ তাহলে গ্রহণ করছেন না। এইজন্য আমি বলছি আবার, জনগণের উপর আস্থা রাখুন’-যোগ করেন তিনি।

সবারই পক্ষপাত থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘আপনার অবস্থান ভিন্ন হতে পারে। আপনি দেবেন না ভোট। আমি দেব বা আপনি দেবেন না। ফলে কি এটা হলে কি হবে- এই বিবেচনা না করা ভালো।’

Check Also

নাহিদ-আখতারসহ এনসিপির শীর্ষ নেতারা যেসব আসনে ভোট করছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।তরুণদের নিয়ে গড়া এই দল পুরোদমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *