জামায়াত নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত : জাহেদ উর রহমান

জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদ উর রহমান।

তিনি বলেন জামায়াতে নায়েবে আমির ডা.তাহেরের মন্তব্য করেছেন, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, তারপরও গণভোট আগে দিতে হবে এই দাবির মাধ্যমে জামায়াত দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে বিভ্রান্ত করছে এবং ইচ্ছাকৃতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ডা.তাহেরের বক্তব্যের বিশ্লেষণ ও সমালোচনা করেন।

সম্প্রতি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা.আবদুল্লাহ তাহের এ দাবি বলেন, যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না-ও হয়, তারপরও গণভোট আগে দিতে হবে।

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা উচিত নয়।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জাহেদ উর রহমান বলেন,এ ধরনের বক্তব্য ইঙ্গিত দেয়—জামায়াত আগেই জানে নির্বাচন পিছোতে পারে, কিংবা তারা নিজেরাই সেই প্রক্রিয়ার অংশ।

তিনি আরও বলেন, জামায়াত বুঝতে পারছে, নির্বাচনী রাজনীতিতে তারা কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারছে না। তাই গণভোটের মতো ইস্যু তুলে ধরে তারা রাজনৈতিক ‘ওভারপ্লে’ করছে, যা শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন প্রক্রিয়াকে ভণ্ডুল করার কৌশল।

ডা. জাহেদ উল্লেখ করেন, ডা. তাহেরের বক্তব্যে বারবার অসাংবিধানিক প্রস্তাব উঠে এসেছে। তিনি প্রধান উপদেষ্টাকে নির্বাচন বাতিলের ক্ষমতা দেওয়ার কথা বলেছেন, যা সংবিধানবিরোধী ও রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক।

তিনি বলেন, জামায়াত দীর্ঘদিন সংস্কার ইস্যুতে ব্যর্থ হয়েছে। তারা লোয়ার হাউজে বহু প্রচেষ্টা চালিয়েও ফল পায়নি। তাই এখন গণভোটকে নিজেদের রাজনৈতিক বাঁচার পথ হিসেবে ব্যবহার করতে চাইছে।

এই রাজনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেন, নভেম্বরে গণভোট করার কোনো যৌক্তিকতা নেই। গণভোটের অজুহাতে নির্বাচন পেছানো হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

জাহেদ উর রহমান মনে করেন, এখন দেশের প্রধান কাজ হচ্ছে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা। তিনি বলেন, সংস্কার ও গণভোট গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তার আগে গণতান্ত্রিক নির্বাচনই জাতির অগ্রাধিকার হওয়া উচিত।

জামায়াতের সাম্প্রতিক অবস্থান দেখে মনে হচ্ছে, তারা নির্বাচনের পরিবর্তে অনিশ্চয়তা তৈরির রাজনীতি করছে। এই অবস্থান শুধু বিএনপি নেতৃত্বাধীন জোট নয়,পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ।

Check Also

নাহিদ-আখতারসহ এনসিপির শীর্ষ নেতারা যেসব আসনে ভোট করছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।তরুণদের নিয়ে গড়া এই দল পুরোদমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *