অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন রিয়াদ-পত্নী জান্নাতুল কাওসার মিষ্টি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ১৪ মিনিটে রিয়াদের স্ত্রী ফেসবুকে পোস্ট করে জানান রিয়াদের অসুস্থতার খবর। যা দেখে উৎকণ্ঠা তৈরি হয়েছে রিয়াদ-ভক্তদের মনে।
মিষ্টি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন।’ রিয়াদের স্ত্রী আরও লিখেছেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’
জান্নাতুল কাওসার মিষ্টির পোস্ট করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন রিয়াদ। যদিও তার অসুস্থতার ধরন সম্পর্কে জানা যায়নি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
Bekar Barta