৩ লাখ টাকা রাখলেই প্রতি মাসে ১,১১৫ টাকা! জানুন ইসলামী ব্যাংকের নতুন হিসাব

২০২৫ সালের অক্টোবর মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের নতুন মুনাফার হার (Profit Rate) ঘোষণা করেছে। ব্যাংকের ভেরিফায়েড ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রাহকেরা এখন মুদারাবা টার্ম ডিপোজিট (এফডিআর) স্কিমে আগের চেয়ে কিছুটা বেশি মুনাফা পাচ্ছেন।

ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া সর্বশেষ হার অনুযায়ী—

১ মাসের জন্য: ৫.২৫%

৩ মাসের জন্য: ৯.৫০%

৬ মাসের জন্য: ৯.৮০%

১ বছরের জন্য: ১০.০০%

এই হারগুলো বাৎসরিক হিসেবে নির্ধারিত হয়েছে। এখন দেখা যাক, আপনি যদি ৩ লাখ টাকা ইসলামী ব্যাংকে এফডিআর করেন, তাহলে মাসিক ও বাৎসরিক হিসেবে কত টাকা মুনাফা পাবেন।

মুনাফার বিস্তারিত হিসাব (টিন সার্টিফিকেট না থাকলে ১৫% উৎসে কর বাদে)
মেয়াদ বার্ষিক হার মোট মুনাফা প্রতি মাসে গড়ে হাতে পাবেন
১ মাস ৫.২৫% ১৫,৭৫০ টাকা/বছর ১,১১৫ টাকা/মাস
৩ মাস ৯.৫০% ২৮,৫০০ টাকা/বছর ৭,১২৫ টাকা (৩ মাসে)
৬ মাস ৯.৮০% ২৯,৪০০ টাকা/বছর ১৪,৭০০ টাকা (৬ মাসে)
১২ মাস ১০.০০% ২৫,৫০০ টাকা (১ বছরে) প্রায় ২,১২৫ টাকা/মাস
(দ্রষ্টব্য: টিন সার্টিফিকেট জমা দিলে উৎসে কর ১০% কাটা হবে।)

এফডিআর খুলতে যা লাগবে:
ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে নিম্নলিখিত কাগজপত্র নিয়ে এফডিআর খোলা যাবে—

জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন (যেকোনো একটি)

গ্রাহকের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

নমিনির ১ কপি ছবি ও পরিচয়পত্র

অ্যাকাউন্ট খোলার পর মেয়াদ অনুযায়ী প্রতি তিন মাস বা ছয় মাস পর মুনাফা উত্তোলন করা যাবে। গ্রাহক চাইলে মেয়াদ শেষে মূল টাকা পুনরায় নবায়ন করতেও পারবেন।

গুরুত্বপূর্ণ পরামর্শ:
ইসলামী ব্যাংক নিয়মিতভাবে তাদের মুনাফার হার পরিবর্তন করে।

নির্ধারিত সময়ের আগেই এফডিআর ভাঙলে কোনো মুনাফা প্রদান করা নাও হতে পারে।

এফডিআর নবায়নের জন্য ব্যাংকের শাখায় যোগাযোগ রাখা উত্তম।

Check Also

নিজ বাড়ির ছাদে মিলল আ’লীগ নেতার র’ক্তাক্ত ম’রদেহ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ তার নিজ বাড়ির ছাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *