কালচারাল ফ্যাসিস্টদের বয়কটের ঘোষণা

১৫ই আগস্ট ফ্যাস্টিট হাসিনা পিতা শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় একদল সেলিব্রিটিকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বয়কটের ঘোষণা দিয়েছে ‘History of July’ নামের একটি ফেসবুক পেজ।

পেজটির পক্ষ থেকে জানানো হয়, “যে সেলিব্রিটিরা শোক দিবস লিখে পোস্ট করেছে, কাল তাদের ছবিতে জুতা নিক্ষেপ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”

প্রকাশিত তালিকায় রয়েছেন—
১. লিঙ্কন (আর্টসেল) – গায়ক
২. রাহুল আনন্দ – গায়ক
৩. সিয়াম (SP Creation) – কন্টেন্ট ক্রিয়েটর
৪. জাহের আলভি – অভিনেতা
৫. অরুণা বিশ্বাস – অভিনেত্রী
৬. সুমন আনোয়ার – নাট্যনির্মাতা
৭. নাজিফা তুসি – অভিনেত্রী ও মডেল
৮. সাজু খাদেম – অভিনেতা
৯. মুমতাহিনা টয়া – অভিনেত্রী
১০. সুনেরাহ – অভিনেত্রী ও মডেল
১১. ফারাবি হাফিজ – উপস্থাপক
১২. পিয়া জান্নাতুল – মডেল
১৩. আরস খান – অভিনেতা
১৪. খাইরুল বাসার – অভিনেতা
১৫. ইরফান সাজ্জাদ – অভিনেতা
১৬. সাকিব খান – অভিনেতা
১৭. স্বাধীন খসরু – অভিনেতা
১৮. পারসা মেহেজাবিন – অভিনেত্রী ও গায়িকা
১৯. কচি খন্দকার – অভিনেতা
২০. শাওন – অভিনেত্রী

ঘোষণাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Check Also

বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে যা খোঁজেন

বিয়ের আগে সবার মনেই নানা সংশয় এবং প্রশ্ন দেখা দিতে পারে। বিশেষ করে বিয়ের পরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *