সঞ্চয়পত্রের অর্থ আত্মসাতে মূল হোতা সাবেক ছাত্রদল নেতা

বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডি ব্যবহার করে একজন গ্রাহকের সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- মো. আরিফুর রহমান, মোহাম্মদ মারুফ এলাহী, আল আমিন ও মহিউদ্দিন আহমেদ। তাদের মধ্যে আরিফুর রহমানকে বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, এ চক্রের মূল হোতা মারুফ এলাহী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ২০০৭–০৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রদলের বিগত কমিটির সহ-সভাপতিও ছিলেন। তার আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখার আহ্বায়ক ছিলেন। তার বাবা মোহাম্মদ আব্দুল কাদির, মাতা-হাওয়া বেগম। আর বাসা ঢাকার তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায়। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কাঞ্চনপুরে।

মামলার নথি থেকে জানা গেছে, জালিয়াতির মাধ্যমে মারুফ এলাহীর ডাচ্–বাংলা ব্যাংকের কাওরানবাজার শাখার ব্যাংক হিসাবে দুইটি সঞ্চয়পত্রের ৫০ লাখ টাকা নেওয়া হয়। অবশ্য এই অর্থ উত্তোলনের আগেই তা আটকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেন, মারুফ এলাহী আগের কমিটির সহ-সভাপতি ছিলেন। বর্তমানে সে বিএনপি ও ছাত্রদলের কোনো পদে নেই।

আর মহা-হিসাব নিরীক্ষণ কার্যালয়ের কর্মকর্তা এসএম রেজভীর ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে এনআরবিসি ব্যাংকের দিনাজপুরের রানীগঞ্জ উপশাখার মো. আরিফুর রহমানের অ্যাকাউন্টে নেওয়া হয়। টাকা জমা হওয়ার পরই ঢাকার দুইটি শাখা থেকে তা নগদে তুলে নেওয়া হয়। এই আরিফের লেনদেন সীমা ছিলো ২ লাখ টাকা। তবে জালিয়াতির মাধ্যমে লেনদেন সীমা ১০ লাখ টাকা করা হয়।

সূত্র: আমার দেশ।

Check Also

জামায়াত-এনসিপি জোট নিয়ে সুখবর দিলেন নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে নাহিদ ইসলাম বলেন, জামায়াত-এনসিপি জোট নির্বাচনের জন্য প্রস্তুত। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *