গুগল ম্যাপ দেখে প্রেমিকের বাড়িতে হাজির প্রেমিকা, অতঃপর…

কুমিল্লার বুড়িচংয়ে এক কিশোরী প্রেমিকা গুগল ম্যাপ অনুসরণ করে সরাসরি প্রেমিকের বাড়িতে হাজির হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকা আসার খবর পেয়ে প্রেমিক তুষার ঘরে না থাকায় আরও রহস্য তৈরি হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা চরের বাড়ি এলাকায় গিয়ে জানা যায়, ঢাকা গাজীপুরের শ্রীপুর পুরান বাজার এলাকার ১৪ বছর বয়সী হাবিবা আক্তার গত বুধবার সকালে গুগল ম্যাপের মাধ্যমে পথ নির্দেশনা অনুসরণ করে প্রেমিক তুষারের বাড়িতে চলে আসে।

হাবিবা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ওই এলাকার মৃত হাবিবুল্লাহর একমাত্র মেয়ে। অন্যদিকে তুষার স্থানীয় একটি পোলট্রি ফার্মের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন।

তুষারের বাবা শফিক বাবুর্চি ও বোন তিশা আক্তার জানান, টিকটক ও ফেসবুকের মাধ্যমে তুষার ও হাবিবার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। হাবিবা বাড়িতে পৌঁছালে তারা পরিস্থিতি সামাল দিতে আপাতত তাকে রাখেন।

হাবিবা বলেন, তুষারের সঙ্গে ফেসবুক-টিকটকে পরিচয়। তাকে বিয়ে করার উদ্দেশ্যেই গুগল ম্যাপ দেখে এখানে এসেছি। তুষার ছাড়া বাড়িতে ফিরব না।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক গণমাধ্যমকে জানান, ঘটনাটি আমরা শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *