দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপি করবে গণমিছিল

জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবিতে বিকালে গণমিছিল কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামটর মোড় থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এনসিপির ঢাকা মহানগর শাখার আয়োজনে এই কর্মসূচিতে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবি জানানো হবে।

মিছিলটি আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামটর মোড় থেকে শুরু হবে, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

তারেক রহমানের জন্মদিনে ধানমন্ডিতে দোয়া মাহফিল
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের এই দাবিটি প্রথম তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যা গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর এক প্রতিক্রিয়ায় উঠে আসে।

এর আগে জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল।

অন্যদিকে, গণঅধিকার পরিষদও জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের জোটসঙ্গীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে একাধিক আন্দোলন করেছে। এনসিপি তাদের আজকের গণমিছিলের মাধ্যমে আওয়ামী লীগ ও এর জোটসঙ্গীদের দলীয় বিচারের দাবিকে জোরালোভাবে তুলে ধরার প্রস্তুতি নিয়েছে।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *