সূরা লোকমানের ১৮ নম্বর আয়াতের অর্থ লিখে ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রোববার (২৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে দেওয়া পোস্টে কোরআনের আয়াত দিয়ে শুরু করেন তিনি।
হাসনাত লিখেছেন, ‘তোমরা মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।’ (সূরা লুকমান, আয়াত ১৮)।
তিনি আরও লিখেছেন, কৃষক, ভবঘুরে, শিক্ষিত-বেকার, আধাবেকার, রেমিটেন্স যোদ্ধা, আমার বাবার মতো রাজমিস্ত্রী, খেটে খাওয়া মানুষ ও তাদের সন্তান, এবং যারা নেতা বানায় কিন্তু নেতারা যাদেরকে কখনই মানুষ মনে করে না- এবার তাদের নিয়েই হবে আমার ব্যালট বিপ্লব ইনশাআল্লাহ।
Bekar Barta