শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের প্রথম পদক্ষেপ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়েছে।

তিনি উল্লেখ করেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, এর আগে হাসিনাকে ফেরানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনো আসেনি। তবে এখন পরিস্থিতি ভিন্ন। এখন তাদের শাস্তি দেওয়া হয়েছে এবং তাদের (ভারতের) সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তিও আছে।

তিনি নিশ্চিত করেন, এই চুক্তির ভিত্তিতেই তাদের দেশে ফিরিয়ে আনতে ‘অফিশিয়ালি’ চিঠি দেওয়া হয়েছে।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *