পাবনার ঈশ্বরদীতে একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং ঈশ্বরদী থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকার একটি বাঁশঝাড় থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। পরে রোববার (৩০ নভেম্বর) রাতে এ তথ্য জানানো হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয় এবং এগুলো ঈশ্বরদী থানা হেফাজতে রয়েছে। মোটরসাইকেলের মালিক শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়িতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবর্ষণ, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনায় উভয়পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হন। এ সময় মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুরসহ আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ঘটনার পর থেকে বেশকিছু মোটরসাইকেল খুঁজে পাওয়া যাচ্ছিল না বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, বাঁশঝাড় থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো সেদিনের হারানো মোটরসাইকেল।
Bekar Barta