কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের সর্বশেষ অবস্থা

ময়মনসিংহের গৌরীপুরের কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আল-আমিন এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার সহকর্মী ও স্বজনরা।

তার সহকর্মী আজাদ হোসেন জনি বলেন, আল-আমিন এখন আগের চেয়ে ভালো আছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছে। ডাক্তাররা তাকে এখনও হাসপাতাল থেকে ছাড়তে রাজি নন।

এর আগে গত ২৮ নভেম্বর সকালে উপজেলার দাড়িয়াপুর গ্রামে একটি পুকুরে মাচা তৈরি করে পুকরের পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে শীতের গোসলের ফানি ভিডিও বানানোর চিত্রধারণ করছিলেন আল-আমিনের সহযোগীরা। তবে অতিরিক্ত পেট্রোল ঢালার ফলে বড় শিখা তৈরি হলে আল-আমিন পানিতে ঝাঁপ দেন। এতে তিনি দগ্ধ হন।

Check Also

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *