বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে তাঁর সঙ্গে মোট ১৫ জন সফরসঙ্গী যাচ্ছেন। এই সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন তাঁর পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং নিরাপত্তা কর্মকর্তারা।
লন্ডন ফ্লাইটে তাঁর সঙ্গী হচ্ছেন যারা:
পরিবারের সদস্য: পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান (মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী)। তাঁর আরেক পুত্রবধূ ডা. জোবাইদা রহমানও ঢাকা এসে তার শাশুড়ির সঙ্গী হতে পারেন।
চিকিৎসক দল: বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। এই দলে রয়েছেন অধ্যাপক ডা. ফখরউদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. নূরউদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন এবং যুক্তরাজ্য-ভিত্তিক বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিয়েল।
অন্যান্য কর্মী: নিরাপত্তা কর্মকর্তা হাসান শাহরিয়ার ইকবাল এবং সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক, সহকারী একান্ত সচিব মো. মাসুদার রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা সিকদার।
জানা গেছে, কাতারের আমির কর্তৃক প্রেরিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে আজ মধ্যরাত বা আগামীকাল শুক্রবার ভোরের মধ্যে লন্ডনে নিয়ে যাওয়া হবে।
Bekar Barta