গোপনে জামিন পেলেন ১৯ মামলার আসামি ছোট সাজ্জাদ, বেরিয়ে এলো রহস্য

চট্টগ্রামের আলোচিত ওয়াসিম হত্যাসহ চারটি পৃথক খুনের মামলায় গোপনে দুই দিনে জামিন পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিন। তবে তাদের বিরুদ্ধে আরও একাধিক হত্যা ও সন্ত্রাসী মামলা থাকায় এখনই কারামুক্ত হওয়ার সুযোগ নেই।

সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ১০টি খুনসহ মোট ১৯টি মামলার আসামি। এর মধ্যে চট্টগ্রামের জোড়া খুন এবং প্রকাশ্যে সন্ত্রাসী বাবলা হত্যার মতো আলোচিত ঘটনাও রয়েছে। অপরদিকে তার স্ত্রী তামান্না শারমিনের বিরুদ্ধেও একাধিক খুনসহ অন্তত আটটি মামলা রয়েছে।

জামিনের বিষয়টি নিশ্চিত করে সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক জানান, কারাবন্দি অবস্থায় চারটি মামলায় সাজ্জাদ ও তামান্না জামিন পেয়েছেন এবং সংশ্লিষ্ট জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ১৯ আগস্ট চান্দগাঁও থানায় দায়ের করা দোকান কর্মচারী শহিদুল ইসলাম হত্যা মামলায় গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট এই দম্পতিকে জামিন দেন। একই দিনে পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলাতেও সাজ্জাদ ও তামান্নাসহ তিনজন জামিন পান। পরবর্তী সময়ে ২২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানার দোকান কর্মচারী মো. ফারুক হত্যা মামলা এবং একই থানার আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলাতেও তাদের জামিন দেওয়া হয়।

চারটি মামলাতেই হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। যদিও ১৫ ও ২২ সেপ্টেম্বর জামিন দেওয়া হলেও হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার মো. ইউসুফ আলী জামিন আদেশে স্বাক্ষর করেন যথাক্রমে ১৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর। পরে প্রায় আড়াই মাস পর গত ৮ ডিসেম্বর জামিন আদেশগুলো চট্টগ্রাম আদালতে পৌঁছায়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ সৈয়দ শরীফ জানান, ছোট সাজ্জাদের বিরুদ্ধে বর্তমানে ১৬টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি মামলার জামিননামা এসেছে। তার স্ত্রী তামান্নার চারটি মামলার জামিননামা পাওয়া গেছে। সাজ্জাদ বর্তমানে রাজশাহী কারাগারে এবং তামান্না ফেনী কারাগারে থাকায় সংশ্লিষ্ট কাগজপত্র ওই দুই কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ রাজধানী থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ নামে পরিচিত। তিনি বিদেশে পলাতক আরেক সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

সূত্র: বিডি২৪লাইভ

Check Also

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *