তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হলেন যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন একান্ত সচিব ও প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন এ বি এম আব্দুস সাত্তার। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক এ এ এম সালেহ (সালেহ শিবলী)।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তারেক রহমানের এই সচিবালয় পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাপ্তরিক কাজ ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করবেন।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *