হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, আরও যা জানা গেল

শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তাঁর দাবি, এই হত্যাকাণ্ডটি ঘটানোর উদ্দেশ্যেই ফয়সাল নামের একজনকে পরিকল্পিতভাবে জামিনে বের করে আনা হয়েছিল।

শনিবার (৩ জানুয়ারি ) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে জুমা এই গুরুতর অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন— সরকারের ভেতর থেকে কারা এই আসামির জামিনের জন্য তদবির করেছিল এবং কোন বিচারক এই জামিন মঞ্জুর করেছিলেন।

জুমা দাবি করেন, ফয়সালকে জেল থেকে বের করাই হয়েছিল এই খুনের মিশনটি সম্পন্ন করার জন্য। তিনি প্রশ্ন করেন, কোন আইনজীবী এবং কার সুপারিশে এই জামিন প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছিল।

হত্যাকাণ্ডের চেষ্টায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত কবির সম্পর্কে তিনি বলেন, ফয়সালের সঙ্গে কবিরও প্রথম দিন থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল। কবিরের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য (লিড) পাওয়ার সম্ভাবনা থাকলেও মামলার অগ্রগতি নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

মামলায় নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই ডাকসু নেত্রী। তাঁর মতে, ঘটনার নেপথ্যের কারিগরদের আড়াল করার চেষ্টা চলছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

জুমা অনুসন্ধানী সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা এই জামিনের নেপথ্যে থাকা প্রভাবশালীদের পরিচয় এবং ইনকিলাব টিভিতে ফয়সালের উপস্থিতির পেছনের মাধ্যমগুলো জাতির সামনে উন্মুক্ত করেন।

উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল পরিকল্পনাকারীদের নিয়ে জনমনে ধোঁয়াশা রয়ে গেছে।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *