টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জাতীয় দলকে ভারতে না পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছে দ্য ডেইলি স্টার।

সূত্রটি নিশ্চিত করেছে, বোর্ড আইসিসি-র কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। বিসিবি খুব শীঘ্রই এই বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে।

এই নাটকীয় সিদ্ধান্তের মূলে রয়েছে আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। গত শনিবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-র রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের দাবির মুখে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের আইপিএল ২০২৬-এর স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও রাজনৈতিক ও সাম্প্রদায়িক কারণে একজন বিশ্বমানের ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হয়। সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এই ঘটনার কড়া প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট বলেন, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে পুরো জাতীয় দলের ভারত সফর কোনোভাবেই নিরাপদ হতে পারে না। তিনি বিসিবিকে আইসিসি-র কাছে ভেন্যু পরিবর্তনের দাবি জানানোর জন্য কঠোর নির্দেশনা দিয়েছিলেন।

বিসিবির অবস্থান পরিবর্তন শুরুতে বিসিবির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের বিষয়ে বিকল্প হাতের হাতে নেই বলে জানিয়েছিলো। তবে সেই অবস্থান বদল করে সরকারের নির্দেশে ভিন্ন পথে হাঁটছে বিসিবি।

Check Also

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টা,

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে মাহবুব নামে একজনকে আটক করেছে যৌথ বা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *