গাড়িতে পাওয়া গেল বেলুচ সাংবাদিকের মৃতদেহ, মাথায় ছিল গুলির চিহ্ন

পাকিস্তানের করাচির সাংঘার এলাকায় একটি গাড়ির ভেতরে পাওয়া গেছে বেলুচ সাংবাদিক খাওয়ার হুসেনের গুলিবিদ্ধ দেহ পাওয়া গেছে। রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

সাংবাদিকের মৃত্যুর কারণ চিহ্নিত করতে এবং দ্রুততম সময়ের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে আইজিপিকে দায়িত্ব দিয়েছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী। একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সাথে যুক্ত ছিলেন তরুণ সাংবাদিক খাওয়ার হুসেন।

সাংঘারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আবিদ বেলুচ সাংবাদিকদের জানিয়েছেন, ওই সাংবাদিকের মৃতদেহ হায়দ্রাবাদ রোডের একটি রেস্তোরাঁর বাইরে পার্ক করা একটি গাড়িতে পাওয়া গেছে। তার মাথায় গুলির চিহ্ন ছিল। আর একটি পিস্তল ছিল তার হাতে। ফলে মৃত্যুর কারণ নিয়ে বেশ আলোচনা চলছে।

অনুমানের ভিত্তিতে এই পুলিশ কর্মকর্তা বলেন, করাচিতে বসবাসকারী হুসেন নিজেকে গুলি করেছেন। যদিও তিনি বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত প্রমাণ নেই। এটি আত্মহত্যা কিনা তারি সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্টের পরেই জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পুলিশ এলাকাটি সিল করে তদন্ত শুরু করেছে। নিহত ওই সাংবাদিক প্রায় দশ বছর ধরে করাচিতে কর্মরত ছিলেন এবং তার কর্মজীবনে বিভিন্ন মিডিয়া সংস্থার সঙ্গে কাজ করেছিলেন।

Check Also

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *