আলোচনায় থাকা মুস্তাফিজুর রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’ করল ভারতের গণমাধ্যম। তারকা এই ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেয়ার বিষয়টি জানেন না ভারতের ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তাই। এমনকি কোনো বৈঠকও হয়নি এই ব্যাপারে। দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে।
গণমাধ্যমটির খবর, কলকাতা দল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার বিষয়টি ভারতের বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হয়েছিল। কেকেআরকে বলা হবে যেন তারা তাদের দল থেকে ফিজকে ছেড়ে দেয়। আইপিএলের সঙ্গে যুক্ত বোর্ডের এক কর্তা বলেন, ‘আমরা নিজেরাও খবরটি গণমাধ্যম থেকে জানি। এ ব্যাপারে কোনও আলোচনা হয়নি। এমনকি আমাদের থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।’ মুস্তাফিজকে ছাঁটাই করার ব্যাপারে ‘সর্বোচ্চ পর্যায়’ অনড় ছিল। সিদ্ধান্ত শুধু বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছিল।
এর আগে, বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছিলেন, ‘সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার ও টেলিকাস্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি বিবেচনায় নির্দেশনা অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
Bekar Barta