প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়েছে। এই পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তারাধীন অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা গত ২৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকা মহানগরীরর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।

অনিবার্য কারণবশত ওই পরীক্ষা বাতিল করা হলো। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সূত্র : যুগান্তর

Check Also

বিদ্যালয় বন্ধ! যে পরিস্কার বার্তা দিলেন উপদেষ্টা!

ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *