ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। তাই বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে সরকার ও বিসিবি। ভারতের বদলে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতেই অটল থাকছে বাংলাদেশ।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালক ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপও খেলতে চাই। তবে সেটা সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায়। ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে আমরা অনড় আছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কেন অনড়, সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব বলে আশা রাখি। আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে আমাদের কষ্টার্জিত বিশ্বকাপে খেলার সুযোগ করে দেবে।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতের নিরাপত্তা শঙ্কা নিয়ে আইসিসির সঙ্গে আবারও যোগাযোগ করা হবে। তিনি বলেন, ‘সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা ভারতে যাচ্ছি না। এই অবস্থান পরিষ্কার করতে আজ অথবা আগামীকালের মধ্যেই আইসিসিকে আবারও চিঠি দেওয়া হবে।’

মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।

এদিকে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচও রয়েছে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে। বিসিবি শুরু থেকেই ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। আইসিসি এর আগে বিসিবির উদ্বেগের বিষয়ে কাজ করার আশ্বাস দিলেও চূড়ান্ত সমাধান এখনো আসেনি।

Check Also

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সরলে ভারতের কতটুকু ক্ষতি, জানাল দেশটির গণমাধ্যম

মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেয়ার পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *