খতনা করাতে গিয়ে চিকিৎসকের অবহেলায় মোস্তফা রোহান (৭) নামে একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের প্রস্তুতির সময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে রাতেই সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ১০টায় একটি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে সার্জারির জন্য তাকে ভর্তি করা হয়। সেদিন বেলা সাড়ে ৩টার দিকে শিশু মোস্তফাকে সার্জারি কক্ষে নেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা স্বজনদের জানান, শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে।
অ্যানেস্থেসিয়া ব্যবহারে ত্রুটির কারণেই শিশুটি রোহানের মৃত্যু হয়েছে—এমনটি অভিযোগ করে মোস্তফার বাবা আবু মুসা বলেন, বিছানায় শুয়ে রোহান হাসিখুশিই ছিল। একসময় বলল, আব্বু, আমার খুব ক্ষুধা লেগেছে। কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কিছু খাওয়াইনি। অ্যানেস্থেসিয়ায় ত্রুটি না হলে খতনার মতো একটি নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ায় মারা যাওয়াটা অসম্ভব।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কী ঘটেছে, তা বিস্তারিত তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। সাধারণত, খতনার সময় স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় এবং এতে খুব কম ক্ষেত্রেই জটিলতা দেখা দেয়।
Bekar Barta