ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

ভারতে অনুষ্ঠেয় আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এমনটা জানান।

বাংলাদেশের ক্রিকেটারদের ভারত নিরাপত্তা দিতে পারেনি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তবে একটি ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কীভাবে নিশ্চিত হব? এ অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ।

সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে নানা সমালোচনা চলছে। ‘দ্য ফিজ‘কে বাদ দেওয়ার কারণ হিসেবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবে না দেশটি। এ কারণে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে।

এতে প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে খেলতে গেলে সেখানে অনেক সাংবাদিক ও দর্শকরা যাবেন, তাদের নিরাপত্তা কীভাবে দেবে ভারত?

মোস্তাফিজুর রহমানের ইস্যুর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে বিকল্প ভেন্যুর অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে আইসিসিকে।

এরই মধ্যে ইএসপিএন ক্রিকইনফো দাবি করে, বিসিবির অনুরোধ আমলে নিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। উল্টো নাকি হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশকে ছাড়াই আসর চালিয়ে নেওয়া হবে।

তবে গণমাধ্যমের এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (৭ জানুয়ারি) দুপুরে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ে এক বিবৃতিতে আইসিসির সঙ্গে যোগাযোগের পর পাওয়া প্রতিক্রিয়া তুলে ধরেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বিবৃতিতে বিসিবি দাবি করেছে, বাংলাদেশের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে আইসিসি। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সূত্র : কালবেলা

Check Also

মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁ’স’

আলোচনায় থাকা মুস্তাফিজুর রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’ করল ভারতের গণমাধ্যম। তারকা এই ক্রিকেটারকে আইপিএল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *