সরাসরি মির্জা ফখরুলকে মনের কথা জানাবেন যেভাবে

সাধারণ মানুষের অভাব-অভিযোগ বা সমস্যার কথা নেতার কান অবধি পৌঁছাতে এবার আধুনিক প্রযুক্তির হাত ধরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁওয়ের বাসিন্দাদের মনের কথা সরাসরি শুনতে এবং তাদের সামনে নিজের রাজনৈতিক দর্শন ও উন্নয়নের রূপরেখা তুলে ধরতে চালু হলো একটি বিশেষ ওয়েবসাইট।

বুধবার (৭ জানুয়ারি) এই ডিজিটাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা।

তৃণমূল স্তরের মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সংযোগ স্থাপনে প্রায়শই বাধা হয়ে দাঁড়ায় প্রথাগত রাজনীতির কর্মব্যস্ততা। উদ্যোক্তাদের মতে, সেই বাস্তবতাকে মাথায় রেখেই এই অভিনব ভাবনা। এখন থেকে ঠাকুরগাঁওয়ের যে কোনও প্রান্তের মানুষ নিজেদের অভিযোগ, সমস্যা বা গঠনমূলক মতামত এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি মির্জা ফখরুলকে পাঠাতে পারবেন।

সাত দফার অঙ্গীকার:
মির্জা ফখরুলের এই পোর্টালে গুরুত্ব দেওয়া হয়েছে মূলত সাতটি বিশেষ অঙ্গীকারকে। উন্নয়নের সেই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে কর্মসংস্থান। বেকার তরুণ-তরুণীদের জন্য কাজের সুযোগ তৈরি করাই তার প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। এ ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি— এই তিন মৌলিক খাতের আধুনিকীকরণ এবং ঠাকুরগাঁওকে একটি সমৃদ্ধ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে তার পরিকল্পনায়। জেলার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং ঐক্য মজবুত করার বিষয়টিকেও সমান গুরুত্ব দিয়েছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে শামারুহ মির্জা বলেন, এটি কেবল নির্বাচনের জন্য তৈরি করা কোনো প্ল্যাটফর্ম নয়, বরং বর্তমান সময়ের দাবি। ঠাকুরগাঁওয়ের মানুষের বিবিধ সমস্যা এবং ভবিষ্যতে এই জনপদের সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে এটি একটি টেকসই উদ্যোগ। এখানে তার (মির্জা ফখরুল) জীবনী এবং কাজের পাশাপাশি সাধারণ মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা বলার সুযোগ পাবেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

সূত্র : বাংলা ভিশন

Check Also

৩৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা: শিবির এগিয়ে ৯৬০

৩৬ তম কেন্দ্রের ফলাফলে: রিয়াজুল ইসলাম : ৪৮৮৩ একেএম রাকিব: ৩৯২৩ শিবির বেশী : ৯৬০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *