প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতাসহ ১১ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) পরীক্ষা শুরুর আগে নাগেশ্বরীর কাজীপাড়া ও খাদ্যগুদামের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চেক বইয়ের ফাঁকা পাতা, প্রশ্নপত্র, উত্তরপত্র, চারটি ডিভাইস ও প্রবেশপত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মাইক্রোবাস।

আটকরা হলেন- বাবু ইসলাম (৩২), জান্নাতুন নাঈম মিতু (২৬), শাহজাহান আলী (২৭), আনোয়ার হোসেন (২৮), বেলাল হোসেন (৩৮), মিনারুল ইসলাম (৪০), হিমেল মাহমুদ (২৮), প্রক্সি পরীক্ষার্থী চামেলী আক্তার (২৯), আব্দুল লতিফ (৫২), শরিফুজ্জামান সিদ্দিকী (৪০), মাহবুব খান (৩৫)।

তাদের মধ্যে মিনারুল ইসলাম বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা পৌরসভার কাজীপাড়ায় বাবু ইসলামের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে পরীক্ষার্থী বাবু ইসলাম, জান্নাতুন নাঈম মিতু, শাহজামাল আলী, আনোয়ার হোসেন, বেলাল হোসেন এবং সিন্ডিকেট সদস্য ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিনারুল ইসলামকে আটক করা হয়।

অভিযান টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় পরীক্ষার্থী হিমেল মাহমুদ (২৮), প্রক্সি পরীক্ষার্থী চামেলী আক্তার (২৯), সিন্ডিকেট সদস্য আব্দুল লতিফ (৫২), শরিফুজ্জামান সিদ্দিকী (৪০) ও মাইক্রেবাস চালক মাহবুব খান (৩৫)। পরে পুলিশ ধাওয়া করে খাদ্য গুদামের সামনে নাগেশ্বরী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস থামিয়ে তাদেরকে আটক করে।

পুলিশের হাতে আটক হওয়া বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিনারুল ইসলামের দলীয় পদ নিশ্চিত করে নাগেশ্বরী উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, বিএনপির কেউ প্রশ্নপত্র ফাঁসসহ কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা কাউকে অপরাধের সঙ্গে জড়িত হওয়ার বিষয়ে উৎসাহ প্রদান করি না।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা দিয়ে তাদের কুড়িগ্রাম আদালতে সোপর্দ পাঠানো হবে।

Check Also

৩৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা: শিবির এগিয়ে ৯৬০

৩৬ তম কেন্দ্রের ফলাফলে: রিয়াজুল ইসলাম : ৪৮৮৩ একেএম রাকিব: ৩৯২৩ শিবির বেশী : ৯৬০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *