প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কমিশন।

ইসির অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, নির্বাচন কমিশনে শুনানি শেষে আমার আপিল মঞ্জুর হয়েছে এবং প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহ ছিল আমার জন্য একেবারেই ভিন্ন রকমের অভিজ্ঞতা। দেশে ও বিদেশে অনেক মানুষ আমাকে শুভকামনা জানিয়েছেন, দোয়া করেছেন। রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের হতাশা ও কষ্টের কথা শুনেছি, তারাও আমার জন্য দোয়া করেছেন। আইনজীবী টিমসহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, জনগণের সমর্থনের কারণেই আমি আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করার সুযোগ পেলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন আমরা পছন্দের প্রতীক চেয়ে আবেদন করতে পারব। আমাদের পছন্দের প্রতীক ফুটবল। নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।

উল্লেখ্য, শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তাসনিম জারা ইসিতে আপিলের ঘোষণা দেন। এরপর সোমবার (৫ জানুয়ারি) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেছিলেন।

Check Also

ড. ফয়জুল হককে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হককে কারণ দর্শানোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *