ঢাকার দক্ষিণ বনশ্রীতে নিজ বাসায় ফাতেমা আক্তার লিলি (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বঁটি দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’র একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের শিক্ষার্থী এবং হবিগঞ্জ জেলার লাখাই থানার সজীব মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে সে ওই বাসায় ভাড়া থাকত।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ফরাজী হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত এবং রশি প্যাঁচানো ছিল। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের বড় বোন শোভার ভাষ্যমতে, জমি সংক্রান্ত কাজে তাদের বাবা-মা গত বুধবার গ্রামে গেছেন। তাদের একটি হোটেলের ব্যবসা আছে। গত বৃহস্পতিবার
Bekar Barta