ডা. শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যা জানা গেলো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এ বিশেষ বৈঠকটি হয় বলে জানিয়েছে এনসিপি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন।

তবে কোনো দলের পক্ষ থেকে বৈঠকে আলোচনার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

Check Also

রয়টার্সের পূর্বাভাস: বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর তালিকায় যার নাম

দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে এক রাজকীয় পরিবেশে বাংলাদেশে ফিরেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *