তাহসান-সিঁথির পুরোনো ভিডিও ভাইরাল

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের এক বছর পরে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। তবে শনিবার (১০ জানুয়ারি) হঠাৎ করেই জানা যায় তাদের বিচ্ছেদের খবর।

এই খবরের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তাহসানের সঙ্গে সংগীতশিল্পী সিঁথি সাহার একটি পুরোনো ভিডিও।

ভিডিওতে সিঁথি সাহাকে তাহসানের উদ্দেশে বলতে শোনা যায়, তোমার সাথে কোনো প্রাণীর সম্পর্ক রাখা সম্ভব না। তোমার সাথে কার সম্পর্ক রাখা সম্ভব জানো? টিকটিকি। কারণ টিকটিকি সারাদিন দেয়ালের সঙ্গে আঠার মতো লেগে থাকে আর তুমি বিছানার সঙ্গে আঠার মতো লেগে থাকো।

এরপর তিনি আরও বলেন, তোমার এখানে আজকে আসার কথা ছিল নয়টায়। এখন কয়টা বাজে? এখন বাজে বারোটা। আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি আর তুমি প্রতিদিন দেরি করে আসো। তোমার সাথে আমার যখন রিলেশন হচ্ছিল তখন আমার বন্ধুরা আমাকে বলেছিল, তুমি হচ্ছ একটা গুড ফর নাথিং ছেলে। কিন্তু সরি, তুমি গুড ফর নাথিং নও। তুমি হচ্ছ একটা টিকটিকি।

ভিডিওতে তাহসান কিছু বলতে চাইলেও সিঁথি তাকে ধমকে চুপ করিয়ে রাখেন এবং কিছুক্ষণ ভর্ৎসনা করার পর চলে যান। মূলত এটি একটি নাটকের দৃশ্য, যেখানে অভিনয় করেছেন সিঁথি সাহা ও তাহসান। ভিডিওটি এর আগেও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

Check Also

বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে যা খোঁজেন

বিয়ের আগে সবার মনেই নানা সংশয় এবং প্রশ্ন দেখা দিতে পারে। বিশেষ করে বিয়ের পরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *