হাবিব বলেন, “মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমরা নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য ধরে প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানাই। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে।”
পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, “ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে আসনের সীমানা যত দ্রুত নির্ধারণ করা সম্ভব, তা করা উচিত। নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থীদেরও প্রস্তুতিতে সমস্যা হচ্ছে।”
পাবনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, “নির্বাচন স্থগিতের বিষয়ে অফিসিয়াল আদেশ পেয়ে গণ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভোট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।”
উল্লেখ্য, পূর্বে পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার কিছু অংশ এবং পাবনা-২ আসনে সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার বাকি অংশ অন্তর্ভুক্ত ছিল। গত বছরের ৪ সেপ্টেম্বর আসন পুনর্বিন্যাস করে পাবনা-১ আসনে শুধুমাত্র সাঁথিয়া উপজেলা এবং পাবনা-২ আসনে বেড়া ও সুজানগর উপজেলা রাখা হয়। পরে বিভিন্ন রিটের কারণে ভোট স্থগিত রাখা হয়েছে।
Bekar Barta