নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষের এক দীর্ঘ সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে প্রায় ছয় ঘণ্টাব্যাপী এই আলোচনা সভা রাত ৯টার দিকে শেষ হয়।

বারবার প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন তফসিল পরিবর্তন এবং নির্বাচন কমিশনকে ঘিরে সৃষ্ট নানাবিধ জটিলতার প্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, নির্বাচন কমিশনের কমিশনারবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র সমন্বয়ক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষ।

সভায় নির্বাচন কার্যক্রম সচল রাখার স্বার্থে বেরোবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্তমান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এছাড়া পরবর্তী সিন্ডিকেট সভায় প্রফেসর ড. ইলিয়াস প্রামানিককে নির্বাচন কমিশনে যুক্ত করে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী সিন্ডিকেট সভা ছাড়া নতুন কাউকে কমিশনে অন্তর্ভুক্ত করার সুযোগ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, আমরা আগামীকালই নির্বাচন কমিশনাররা বসে ভোটার তালিকার আপত্তিসমূহ নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। এছাড়া নির্বাচন ২৫ ফেব্রুয়ারি করার জন্য সে অনুযায়ী তফসিল পুনর্গঠন করব।

প্রসঙ্গত, সর্বশেষ তফসিল অনুযায়ী চলতি জানুয়ারি মাসের ২১ তারিখ ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় তফসিল ঘোষণার পর‌ও সব কার্যক্রম স্থবির অবস্থায় ছিল।

Check Also

রাতে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক

দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *