বিএনপি নেতা ফজলুর রহমানকে ক্ষমা চাওয়ার আহ্বান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ’২৪-এর ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘মুক্তিযুদ্ধের পরাজয়’ মন্তব্যকে ইতিহাস বিকৃতির একটি নিকৃষ্ট প্রয়াসই বরং ছাত্র-জনতার আত্মোৎসর্গী সংগ্রাম ও বিজয়কে অবমাননার অপচেষ্টা আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৮ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। একই সঙ্গে সংগঠনটি অবিলম্বে এই মন্তব্যের জন্য ফজলুর রহমানকে দেশের বিপ্লবী ছাত্র-জনতার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ নেতা জানান, ২৪-এর অভ্যুত্থান কোনোভাবেই মুক্তিযুদ্ধের পরাজয় নয়, বরং মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজকে পূর্ণতা দেওয়ার সংগ্রাম। ’৭১-এ পাকিস্তানি সামরিক জান্তার পতনের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ধারাবাহিকতায় ’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দীর্ঘকাল ধরে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। অতএব, ’৭১ এবং ’২৪ কোনোভাবেই পরস্পরবিরোধী নয়, বরং একই মুক্তির ধারা, একই সংগ্রামের ভিন্ন অধ্যায়। এই ধারার মধ্যে রয়েছে ’৪৭-এর ভূখণ্ড প্রাপ্তি, ’৭১-এর স্বাধীনতা এবং ’২৪-এর মুক্তিকামী ছাত্র-জনতার বিজয়।

তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থানকে খাটো করার যেকোনো প্রয়াস জনগণের সংগ্রামের প্রতি চরম অবমাননা এবং মুক্তিকামী চেতনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। সংগঠনটির মতে, এ ধরনের রাজনীতি কেবল জনগণের বিজয়কে অস্বীকারই করে না; বরং ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে পুনরায় প্রাসঙ্গিক করার ঘৃণ্য প্রচেষ্টা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ছাত্র-জনতা কখনোই এই অপরাজনীতি মেনে নেবে না। প্রয়োজনে, সংগঠিত প্রতিরোধ গড়ে তোলা হবে। কারণ, মুক্তির ইতিহাস বিকৃতির প্রতিটি চেষ্টাই ব্যর্থ হবে। ইতিহাসের স্রোত সর্বদাই মুক্তিকামী শক্তির বিজয়ের দিকে প্রবাহিত হয়।