এবার জাতীয় পার্টি কে নিয়ে যে লোমহর্ষক বার্তা দিলেন শেখ হাসিনা

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে রেকর্ডটি গতবছরের জুলাই আন্দোলনের সময়কার।

সোমবার সেই রেকর্ডটি সংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ৫ মিনিট ২৬ সেকেন্ডের অডিওটিতে মোহাম্মদুর ছাত্র আন্দোলন দমানোর প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানককে জাতীয় পার্টিকে জিন্দা লাশ হিসেবে অবহিত করেন শেখ হাসিনা ।

সেই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নানক বলেন, জি বলব। তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, মোহাম্মদপুরের বিহারী পট্টির তাদের ভূমিকা কী? তখন নানক বলেন, ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ও সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনেফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। যদি আমরা সেন্টকে ধরি তাহলে তো জাতীয় পার্টি চ্যাতবে।

তখন হাসিনা বলেন, জাতীয় পার্টি দিয়ে আমাদের কি আসে যায়। দরকার নাই আমাদের জাতীয় পার্টির। জাতীয় পার্টি হইলো জিন্দা লাশ। এর আগে গতকাল রোববার হাসিনা-ইনুর কথোপকথন ফাঁস করেন সংবাদিক জুলকারনাইন সায়ের। কথোপকথনে আন্দোলনকারীদের দমাতে আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করার পাশাপাশি ছত্রীসেনা নামানোর কথা বলেছিলেন শেখ হাসিনা।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *