স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সব স্কুল ও কলেজে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল ও কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সভায় উপস্থিত সবাই সমর্থন জানান।

সভায় ইউএনও মো. আল আমীন বলেন, সম্প্রতি পার্শ্ববর্তী উপজেলা মহেশপুরে মোবাইল ফোন নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। জীবননগরেও একই ধরনের উদ্যোগের প্রয়োজন রয়েছে। আমরা এই বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেজুলেশন পাঠাব এবং দ্রুত স্কুল-কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে বৈঠক করব। সবার সহযোগিতা পেলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব।

Check Also

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১০ বছর পর ছাত্রত্ব ফিরে পেয়ে মাস্টার্সে ৪-এ ৪ পেলেন শিবির নেতা

দীর্ঘ এক দশকের ভোগান্তি ও জটিলতা পেরিয়ে সিজিপিএ-৪.০০ পেয়ে মাস্টার্সের ফলাফল পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *